২৭শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

মধ্যনগরে ইউপি সদস্যের উদ্যোগে, উপজেলা প্রশাসনের সহায়তায় কাঠের সেতু নির্মাণ

জয়নাল আবেদীন জহিরুল, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের রামপুর গ্রামে মহিষখলা–কার্তিকপুর–গোলগাঁও সড়কে নতুন একটি কাঠের সেতু নির্মাণ করা হয়েছে। ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বর্তমান সদস্য ও বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলামের ব্যক্তিগত উদ্যোগ এবং মধ্যনগর উপজেলা প্রশাসনের আর্থিক সহায়তায় এ সেতুটি নির্মিত হয়।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে স্থানীয় গ্রামবাসীদের সঙ্গে নিয়ে সেতুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন আমিনুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ, এলাকার বিভিন্ন পেশার মানুষসহ অনেকেই উপস্থিত ছিলেন। পরে মোনাজাতের মাধ্যমে সেতুটির সফলতা ও এলাকার উন্নয়ন কামনা করা হয়।

এর আগে সড়কটিতে একটি পুরোনো সেতু থাকলেও দীর্ঘদিন সংস্কার না হওয়ায় তা অচল হয়ে পড়ে। ফলে মহিষখলা, কার্তিকপুর ও গোলগাঁও এলাকার মানুষকে প্রতিদিন যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হতো। এসব সমস্যা বিবেচনায় নিয়ে ওয়ার্ড সদস্য আমিনুল ইসলাম উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে নতুন সেতুটি নির্মাণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আমিনুল ইসলাম বলেন, এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল একটি ভালো সেতু নির্মাণ করা। তাদের দুর্ভোগ দূর করতে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি। উপজেলা প্রশাসনের সহায়তায় সেতুটি নির্মাণ করতে পেরে আমি আনন্দিত। এখন থেকে সেতু পারাপারে কাউকে আর কোনো টাকা দিতে হবে না।

গোলগাঁও ভোলাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আজিজুল ইসলাম সেতুটি নির্মাণ করায় উপজেলা প্রশাসন ও ওয়ার্ড সদস্যের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমাদের দূর্দশা কমেছে ভোগান্তি কমেছে।
আগে এই সেতুটি লিজ দেওয়া থাকায় পথচারীদের টাকা দিয়ে পারাপার হতে হতো। এখন নতুন সেতু নির্মাণ হওয়ায় আর কোনো অর্থ দিতে হচ্ছে না।

তিনি আরও জানান, শুকনো মৌসুমে এই সেতুটি তাদের স্বস্তি দেবে। তবে বর্ষায় সেতুটি পানির নিচে চলে যাওয়ায় কিছুটা দুর্ভোগ থাকলেও নতুন সেতু স্থাপনে সামগ্রিকভাবে যোগাযোগব্যবস্থা অনেকটাই সহজ হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top