সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘি উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত এক মতবিনিময় সভায় সাংবাদিকদের সঙ্গে মিলিত হয়েছেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের এমপি পদপ্রার্থী নূর মোহাম্মদ আবু তাহের।
বৃহস্পতিবার দুপুরে আদমদীঘি উপজেলা বাবা আদম (র:) কমপ্লেক্স চত্বরে এই সভা অনুষ্ঠিত হয়। জামায়াতে ইসলামী আদমদীঘি উপজেলা শাখার আমীর হাফেজ আতোয়ার হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি গোলাম রব্বানীর সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রার্থী নূর মোহাম্মদ আবু তাহের।
এ সময় তিনি আসন্ন নির্বাচনকে সামনে রেখে তার প্রস্তুতি ও স্থানীয় বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনা করেন। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-৩ আসনের নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বপ্রাপ্ত সদস্য হাফেজ আব্দুর নুর, উপজেলা জামায়াতের নায়েবে আমীর ডা. ইউনুস আলী এবং অন্যান্য স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।