মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ী সদর উপজেলার উড়াকান্দা এলাকায় “বরাট” ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স নির্মাণের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে এলাকাবাসী।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের উড়াকান্দা বাজারে ওই মানববন্ধন কর্মসুচীর আয়োজন করে এলাকাবাসী। মানববন্ধন কর্মসুচীতে স্থানীয় বাসিন্দা ইউনুস হোসেন টিক্কা, ইউসুফ আলী মোল্লা, কামরুল হোসেন বাবু, ডা. বাচ্চু মোল্লা, সাগর সরদার, মনির হোসেন, সাগর আহম্মেদ প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা এ সময় বলেন, বরাট ইউনিয়ন পরিষদ ভবনটি পার্শ্ববর্তী ইউনিয়ন পাচুরিয়া রেলস্টেশন এলাকায় অবস্থিত। যেখানে যেতে ইউনিয়নবাসীর খুবই কষ্ট হয়। অথচ বরাট ইউনিয়নের উড়াকান্দা এলাকায় ইউনিয়ন পরিষদের জন্য দান করা ৩৩ শতাংশ জমি থাকলেও সেখানে ভবন না করে পাচুরিয়ায় করার ষড়যন্ত্র করছে একটি গোষ্ঠি। যে কারণে বরাট ইউনিয়নের মধ্যবর্তী উড়াকান্দা এলাকায় ইউনিয়ন কমপ্লেক্স নির্মাণ করার দাবি জানান তারা।
পরে সেখান থেকে বের করা হয় একটি বিক্ষোভ মিছিল। বিক্ষোভ মিছিলটি বরাট থেকে রাজবাড়ীর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এ সময় জেলা প্রশাসক সুলতানা আক্তারের কাছে একটি স্মারকলিপি প্রদান করে এলাকাবাসী।