২৭শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট ফেরিতে গভীর রাতে নৌপুলিশের অভিযানে ৩ জুয়ারু গ্রেপ্তার

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি থেকে পেশাদার জুয়ারু চক্রের সক্রিয় তিন সদস্যকে গ্রেপ্তার করেছে দৌলতদিয়া নৌ-পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে জুয়া খেলার তাস ও নগদ অর্থ উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, দৌলতদিয়া ইউপির বাহিরচর এলাকার মৃত ওহেদ ফকিরের ছেলে বাবু ফকির (৩২), উত্তর দৌলতদিয়া এলাকার মৃত তারক আলী মণ্ডলের ছেলে হাসান মণ্ডল (৫০) এবং ফকিরপাড়া গ্রামের মৃত আব্দুল ফকিরের ছেলে তারা ফকির (৩০)।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত গভীর রাতে এসআই মেহেদী হাসান অপূর্ব নেতৃত্বে একটি টিম ছদ্মবেশে দৌলতদিয়া ৭ নম্বর ফেরি ঘাটের শাহ মখদুম ফেরিতে অভিযান চালায়। এ সময় ফেরির ভেতর জুয়া খেলায় লিপ্ত অবস্থায় ওই তিন জুয়ারুকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের কাছ থেকে তাসের সেট ও নগদ অর্থ উদ্ধার করা হয়।

ওসি ত্রিনাথ সাহা বলেন, গ্রেপ্তারকৃত তিনজনই পেশাদার জুয়ারু। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় নিয়মিত তদারকি অব্যাহত রেখেছে নৌ-পুলিশ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top