২৭শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সাতক্ষীরা-২ আসনে ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফের নির্বাচনী সমাবেশ

শরিফুল ইসলাম, সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরা-২ (সদর–দেবহাটা) আসনে পরিবর্তনের স্রোত আরও বেগবান হয়েছে ধানের শীষের পক্ষে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকালে সাতানী ভাদড়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আব্দুর রউফ সরকারের ব্যর্থতা ও দুঃশাসনের কড়া সমালোচনা করে বলেন, “আজকের এই জনসমুদ্রই প্রমাণ করে সাতক্ষীরা-২ আর অবহেলা-দুঃশাসনের হাতে থাকতে চায় না। ধানের শীষের বিজয় নিশ্চিত। পরিবর্তনের জন্য জনগণ প্রস্তুত, এবার ভোটের মাধ্যমেই জবাব দেবে সাধারণ মানুষ।” তিনি আরও বলেন, “জনগণের অধিকার প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং দীর্ঘদিনের অবহেলিত এলাকার উন্নয়ন ফেরাতে ধানের শীষই জনগণের একমাত্র আশা।”

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডবলু, যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী, সাবেক আহবায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলী, সাবেক সমন্বয়ক মো. হাবিবুর রহমান হবি, আইনুল ইসলাম নান্টা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এড. কামরুজ্জামান ভুট্টো, যুবনেতা শেখ শরিফুজ্জামান সজিব,আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রেজাউল ইসলাম,যুবদল নেতা আলী শাহিন, নজরুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুশখালী ইউনিয়ন চেয়ারম্যান বিএম আব্দুর রাইহান। সমাবেশ সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য মো. আতাউর রহমান।

গণজোয়ারে পরিণত হওয়া এই মহাসমাবেশ সাতক্ষীরা-২ আসনে নির্বাচনী উত্তাপ আরও বাড়িয়ে দিয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top