২৮শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সাতকানিয়ায় গণসংযোগে চাঞ্চল্যকর বক্তব্যে আবারও বিতর্কে শাহজাহান চৌধুরী

নিজস্ব প্রতিনিধি:

নির্বাচনকে কেন্দ্র করে বিতর্কিত বক্তব্য দিয়ে আলোচনায় থাকা জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর আরেকটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে তাকে বলতে শোনা যায়, ‘খবরদার, খবরদার, খবরদার—আমার নাম শাহজাহান চৌধুরী। আমাকে যারা চিনেনি তারা এখনও মাটির নিচে বসবাস করে।’ তিনি আরও বলেন, আল্লাহ তাকে এমন মর্যাদা দিয়েছেন যে, তাঁর জন্য সূর্য দাঁড়িয়ে থাকবে।

চট্টগ্রাম জামায়াতের নেতারা নিশ্চিত করেছেন, গত ১৩ নভেম্বর সাতকানিয়া উপজেলার চরতি ইউনিয়নের তুলাতলীতে গণসংযোগকালে এই বক্তব্য দেন তিনি। বক্তব্যে আরও বলেন, ‘চুদুর বুদুর করিও না, লুলা হয়ে যাবে। আমি যদি চোখের পানি ফেলি, লুলা হয়ে যাবে। ১৮ বছরের মধ্যে ৯ বছর জেল খেটেছি, আজ আপনাদের দুয়ারে এসেছি।’ তিনি চরতীকে তার ওস্তাদ মমিনুল হকের জন্মস্থান হিসেবে উল্লেখ করে এলাকার মাটি ও মানুষকে সম্মান জানান এবং বলেন, সাতকানিয়া–লোহাগাড়ায় একমাত্র মার্কা দাঁড়িপাল্লা।

এর আগে ২২ নভেম্বর চট্টগ্রামের নির্বাচনী দায়িত্বশীলদের সমাবেশে প্রশাসনকে নিয়ন্ত্রণে আনার বক্তব্য দিয়ে তিনি ব্যাপক সমালোচনার মুখে পড়েন। বক্তব্য ভাইরাল হলে কেন্দ্রীয় জামায়াত তাকে শোকজ করে ৭ দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেয়। সন্তোষজনক জবাব না পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও নোটিশে উল্লেখ রয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top