আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি:
পাবনার ঈশ্বরদীতে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, ভাঙচুর ও গুলিবর্ষণের ঘটনায় সারাদেশে উদ্বেগের সৃষ্টি হয়েছে। নির্বাচনী প্রচারণার সময় এ ধরনের সহিংসতাকে “পরিকল্পিত অপচেষ্টা” হিসেবে আখ্যায়িত করেছেন নরসিংদী-৪ (মনোহরদী–বেলাবো) আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি পদপ্রার্থী মাওলানা মোঃ জাহাঙ্গীর আলম।

আজ এক প্রতিক্রিয়ায় তিনি বলেন— পাবনার ঘটনাটি দেশের ভোটের পরিবেশকে অস্থিতিশীল করার পরিকল্পিত অপচেষ্টা। কিন্তু আমরা জনগণের শক্তিতে বিশ্বাস করি। নরসিংদী-৪ আসনে শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে আমরা সবসময় মাঠে আছি। আমাদের কর্মীদের ওপর কোথাও যদি হামলা বা ভয়ভীতি দেখানোর চেষ্টা হয়—তার যথাযথ জবাব আমরা আইনানুগভাবে দেব। জনগণের ভোটাধিকার রক্ষার এই আন্দোলন থেকে আমরা এক ইঞ্চিও পিছিয়ে যাব না।
তিনি আরও বলেন— ব্যালটই হবে চূড়ান্ত শক্তি। আমরা আশা করি প্রশাসন ন্যায়বিচার ও নিরপেক্ষতার পরিচয় দেবে। জনগণই শেষ কথা বলবে।
মাওলানা জাহাঙ্গীর আলম মনে করেন, দেশের যে কোনো স্থানে সৃষ্ট সহিংসতা শুধু একটি দলের বিরুদ্ধে নয়—বরং সার্বিক গণতান্ত্রিক পরিবেশের ওপর আঘাত। তিনি সকল রাজনৈতিক পক্ষকে সংযত, শান্তিপূর্ণ ও আইনসম্মত আচরণ বজায় রাখার আহ্বান জানান।