বিশেষ প্রতিনিধি সিরাজগঞ্জ:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ–৬ (শাহজাদপুর) আসনে গণঅধিকার পরিষদ (জিওপি) থেকে মোঃ নাঈম উদ্দিন সিরাজীকে আনুষ্ঠানিকভাবে দলের প্রার্থী ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় থেকে তাঁর মনোনয়ন নিশ্চিত করা হয়।
নাঈম উদ্দিন সিরাজী শাহজাদপুর পৌরশহরের চুনিয়াখালী পাড়া এলাকার বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি স্থানীয় রাজনীতি ও সংগঠনমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। বর্তমানে তিনি শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ–যুব ও ক্রীড়া সম্পাদক, শ্রমিক অধিকার পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক এবং গণঅধিকার পরিষদ শাহজাদপুর উপজেলা শাখার প্রতিষ্ঠাতা সংগঠকের দায়িত্ব পালন করছেন।

মনোনয়ন পাওয়ার পর প্রতিক্রিয়ায় নাঈম সিরাজী বলেন, “গণঅধিকার পরিষদ আমাকে যে আস্থা, দায়িত্ব ও সুযোগ দিয়েছে, তা আমি সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে চাই। শাহজাদপুরের মানুষের সমস্যা, উন্নয়ন ও অধিকার—সবকিছু নিয়েই দীর্ঘদিন মাঠে কাজ করেছি। বিশেষ করে দরিদ্র, শ্রমজীবী ও প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানো আমার অঙ্গীকার।”
তিনি আরও বলেন, “আগামী নির্বাচনে তরুণ নেতৃত্বের মূল্যায়ন মানুষের প্রত্যাশাকেও সামনে এনেছে। ট্রাক প্রতীকের পক্ষে ব্যাপক গণসমর্থন গড়ে তুলতে আমি শিগগিরই এলাকায় সর্বাত্মক গণসংযোগ ও প্রচারণা শুরু করবো।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সিরাজগঞ্জ–৬ আসনে তরুণ ভোটারদের উপস্থিতি দিন দিন বাড়ছে। সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অঙ্গনে নতুন নেতৃত্বের উত্থান এ আসনকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলেছে। বিভিন্ন দলের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে নতুন মুখের আগমন নির্বাচনী পরিবেশকে আরও প্রাণবন্ত করছে।
নাঈম সিরাজী তাঁর নির্বাচনী অঙ্গীকারে স্থানীয় অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, যুবসমাজের দক্ষতা উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবা সম্প্রসারণসহ দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করেছেন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ–৬ (শাহজাদপুর) আসনটি নিয়ে ইতোমধ্যেই রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সকলের সহযোগিতা ও অংশগ্রহণের মধ্য দিয়ে শান্তিপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে স্থানীয়দের প্রত্যাশা।