১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

পূর্বাচল প্রকল্পে প্লট বরাদ্দ অনিয়ম: শেখ হাসিনা, শেখ রেহানা ও টিউলিপ সিদ্দিককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি:

পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে জালিয়াতি ও অনিয়মের অভিযোগে দুদকের করা মামলায় আদালত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৫ বছর, তার বোন শেখ রেহানাকে ৭ বছর এবং রেহানার মেয়ে যুক্তরাজ্যের লেবার পার্টির সাবেক মন্ত্রী টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে ২ বছরের কারাদণ্ড প্রদান করেছে।

সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম এ রায় ঘোষণা করেন। মামলার অভিযোগ অনুযায়ী, ক্ষমতার অপব্যবহার ও নিয়মবহির্ভূতভাবে পূর্বাচল প্রকল্পে ১০ কাঠা প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে দুদকের উপপরিচালক সালাহউদ্দিন গত ১৩ জানুয়ারি মামলা দায়ের করেন। তদন্ত শেষে দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া ১০ মার্চ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন এবং আদালত ৩১ জুলাই অভিযোগ গঠন করেন।

মামলাটিতে মোট ৩২ জন সাক্ষ্য দেন। এর আগে ২৭ নভেম্বর অন্য তিন মামলায় শেখ হাসিনাকে ২১ বছর, এবং এক মামলায় সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুলকে পৃথকভাবে ৫ বছর করে কারাদণ্ড দেন অপর একটি আদালত।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top