নিজস্ব প্রতিনিধি:
সেন্টমার্টিন থেকে টেকনাফে আসার পথে স্পিডবোট দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। নিহতদের একজন নারী ও একজন শিশু। তারা হলেন সেন্টমার্টিনের বাসিন্দা মরিয়ম বেগম (৩৫) ও মাহিমা (৫)। বিষয়টি টেকনাফ উপজেলা হাসপাতালের জরুরি বিভাগ নিশ্চিত করেছে।
সোমবার (১ ডিসেম্বর) সকালে নাফ নদীর মহনা ঘোলার চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সকালেই সেন্টমার্টিন থেকে টেকনাফের উদ্দেশ্যে ৭ জন যাত্রী নিয়ে একটি স্পিডবোট রওনা দেয়। নাফ নদীর মহনায় পৌঁছালে বোটটি দুর্ঘটনার কবলে পড়ে উল্টে যায়। এতে যাত্রীরা পানিতে পড়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা একটি ফিশিং বোট নিয়ে তাদের উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
টেকনাফ মডেল থানার ওসি জায়েদ নুর জানান, এ ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। টেকনাফ হাসপাতালে পুলিশ উপস্থিত রয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলছে।