সৈয়দ শিহাব উদ্দিন মিজান, মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৬ নং আলীনগর ইউনিয়নের ছলিম বাজার মাঠে বিএনপির ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ২৯ নভেম্বর ২০২৫ ইং, শনিবার বাদ মাগরিব এ মতবিনিময় সভা আয়োজন করা হয়। ৬ নং আলীনগর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
জনাব মহসিন মিয়া মধু, সদস্য, আহবায়ক কমিটি—মৌলভীবাজার জেলা বিএনপি; পরিচালক, ন্যাশনাল টি কোম্পানি; এবং সাবেক মেয়র, শ্রীমঙ্গল পৌরসভা।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব জমির উদ্দিন চৌধুরী, সাবেক সভাপতি—৬ নং আলীনগর ইউনিয়ন কৃষক দল ও সদস্য—উপজেলা বিএনপি।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনাব আবুল খায়ের অশ্রু, সাবেক সাংগঠনিক সম্পাদক, ৭ নং আদমপুর ইউনিয়ন বিএনপি।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জনাব মহসিন মিয়া মধু আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে সংগঠনের নেতাকর্মীদের সর্বাত্মক ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে দলের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
এছাড়া তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সকল নাগরিকের কাছে দোয়া প্রার্থনা করেন