মোঃ নাঈম ইসলাম, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের গুরুদাসপুরে শীর্ষ সন্ত্রাসী ও মাদক সম্রাট শহিদুল ইসলাম ভম্বু ও তাঁর স্ত্রীসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত রবিবার রাতে অভিযান চালিয়ে তার নিজ বাসভবন থেকে মাদকসহ তাদের আটক করা হয়। এসময় ৩৪.৩৮ গ্রাম ওজনের ২৪৫ পুরিয়া হেরোইন, ১০৭ পিচ ইয়াবা ও নগদ ৫৫ হাজার ৫৭০ টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন উপজেলার যোগেন্দ্রনগর গ্রামের মৃত আক্কাছ মন্ডলে ছেলে শহিদুল ইসলাম, তাঁর স্ত্রী তানিয়া আক্তার সূর্য্য ও একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে মাদক সেবনকারী রুবেল আলী। সোমবার সকালে তাদের নাটোর সদরের জেলহাজতে প্রেরন করা হয়।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ দুলাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে গুরুদাসপুর উপজেলার যোগেন্দ্র নগর গ্রামে মাদক সম্রাট শহিদুল ইসলামের বাসভবনে পুলিশের বিশেষ টিম অভিযান চালান চালায়।
এতে নেতৃত্ব দেন ওসি (তদন্ত) আকবর আলী। এসময় অভিযানে মাদকসহ হাতেনাতে মাদক সম্রাট শহিদুল ইসলাম, তাঁর স্ত্রী ও একজন মাদক সেবনকারীকে আটক করতে সক্ষম হয় পুলিশ। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। তিনি আরও জানান, শহিদুল ইসলামের নামে হত্যা, ডাকাতি ও মাদক ২১ টি মামলা ও তার স্ত্রীর নামে ১১ টি মাদক মামলা রয়েছে।