১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

উজিরপুরে ইসলামী আন্দোলন প্রার্থী নেছার উদ্দিনের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

এম এম রহমান, উজিরপুর (বরিশাল) প্রতিবেদক:
উজিরপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর বরিশাল-২ (উজিরপুর–বানারীপাড়া) আসনের প্রার্থী আলহাজ্ব মাওলানা নেছার উদ্দিন আহমেদের সাথে স্থানীয় সাংবাদিকদের একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুর ১২ টার সময় উজিরপুরে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় নির্বাচন ও স্থানীয় উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে শান্ত ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়।

সভায় মাওলানা নেছার উদ্দিন বলেন, “উজিরপুর-বানারীপাড়ার মানুষের প্রত্যাশা ও সমস্যাগুলোকে আমরা গুরুত্ব দিচ্ছি। সামনে নির্বাচন—এটি জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নের একটি সুযোগ। সবার সহযোগিতায় শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন আমরা কামনা করি।”

তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, “আপনারা সমাজের আয়না। দায়িত্বশীল ও ইতিবাচক সংবাদ পরিবেশনের মাধ্যমে আপনারাই জনমানুষের সঠিক চিত্র ফুটিয়ে তোলেন। আমরা সবসময় সংবাদ মাধ্যমের সহযোগিতাকে গুরুত্ব দেই।”

মতবিনিময় সভায় সাংবাদিকরা নির্বাচনী পরিবেশ, স্থানীয় উন্নয়ন, জনদুর্ভোগ এবং ভোটারদের প্রত্যাশা নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন। নেছার উদ্দিন আহমেদ প্রতিটি প্রশ্নের ধৈর্যশীল ও নম্র উত্তরে তার মতামত তুলে ধরেন।

সভায় উপস্থিত ছিলেন— উপজেলা আইএবি সভাপতি ও নির্বাচন কমিটি উপদেষ্টা মাওলানা শাহ আলম, উপজেলা নির্বাচন কমিটির আহবায়ক অধ্যাপক মাওলানা আব্দুল হক, সমন্বয়কারী হাফেজ মাওলানা সাখাওয়াত হোসাইন আসাদ, সহ-সমন্বয়কারী মাওলানা রাকিবুল ইসলাম, মুফতি আঃ আযীয, উপজেলা যুব আন্দোলনের সভাপতি ও গণসংযোগ সমন্বয়কারী ডি.এম. আল আমিন, প্রচার সমন্বয়কারী সিদ্দিকুর রহমান সজল এবং উপজেলা ছাত্র আন্দোলনের সভাপতি এইচ. এম. শিহাবসহ স্থানীয় নেতৃবৃন্দ।

কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top