রবিউল ইসলাম বাবুল, রংপুর বিভাগীয় প্রতিনিধিঃ
লালমনিরহাট পৌরসভার তিনদিঘী এলাকায় স্ত্রীর পরকীয়ার কেন্দ্র করে আব্দুল জলিল হত্যা মামলায় স্ত্রী মমিনা বেগম (২৭) ও তার পরকীয়া প্রেমিক গোলাম রব্বানীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড এবং অনাদায়ে তিন মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
রবিবার ( ৩০ নভেম্বর) দুপুরে লালমনিরহাট অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হায়দার আলী এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামীগন আদালতে উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেন আদালতের দায়িত্বপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) আনোয়ার হোসেন মিঠু।
মামলার এজাহার মতে জানাগেছে, দণ্ডপ্রাপ্ত মমিনা বেগম লালমনিরহাট পৌরসভার মাঝাপাড়া এলাকার রহমত আলী মোল্লার মেয়ে। তার প্রেমিক গোলাম রব্বানীর বাড়ী লালমনিরহাট সদর উপজেলার কিসামত পাঙ্গাটারি এলাকা। সে ঐ এলাকার রমজান মুন্সির ছেলে।
মামলার নথি অনুযায়ী, ২০২১ সালের ২১ জুলাই রাতে কৌশলে স্বামী আব্দুল জলিলকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে ফেলেন মমিনা। পরে প্রেমিক গোলাম রব্বানীর সহায়তায় বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে তাকে হত্যা করা হয়। ঘটনার পরদিন নিহতের ভাই আব্দুর রশিদ বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
দীর্ঘ তদন্ত শেষে মামলার তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর (নিরস্ত্র) মাহমুদুন নবী আদালতে চার্জশিট দাখিল করেন। ২৭ জন সাক্ষীর সাক্ষ্য, জবানবন্দি ও প্রমাণ যাচাই-বাছাই শেষে আদালত দুই আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় এ রায় প্রদান করেন।
এব্যপারে পালিক প্রসিকিউটর (পিপি) আনোয়ার হোসেন মিঠু দৈনিক আমার বাংলাদেশ কে বলেন, পরিকল্পিতভাবে আব্দুল জলিলকে হত্যার বিষয়টি আদালতে সন্দেহাতীতভাবে প্রমাণ হয়েছে। দীর্ঘ চার বছর বিচারিক কার্যক্রম শেষে আদালত দুই আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন বলে জানান তিনি।