মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:
খাগড়াছড়ি জেলার দীঘিনালায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (৩ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা অডিটরিয়াম হলে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে এবং দীঘিনালা উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) সিনিয়র সায়েন্টিফিক অফিসার ড. মো. সাদিকুল আজম এবং সায়েন্টিফিক অফিসার শাইরি রহমান অর্নি।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শাহাদাত হোসেন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তনয় তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুজ্জামান সুমন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুস্তাফিজুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সদস্য হাসান মোরশেদ, রিফাত এবং সাংবাদিক শাকিল আহমেদসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
সেমিনার ও প্রদর্শনীতে মোট ১২টি দল অংশগ্রহণ করে। উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকরা অংশ নিয়ে স্থানীয়ভাবে উদ্ভাবিত নিত্যপ্রয়োজনীয় ও সাশ্রয়ী প্রযুক্তি সম্পর্কে ধারণা গ্রহণ করেন।
মাল্টিমিডিয়ার মাধ্যমে ‘মাটি ছাড়া ঘাস উৎপাদন’, ‘স্বাস্থ্যসম্মত চুলা ব্যবহার’, ‘পরিবেশবান্ধব প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ’সহ বিভিন্ন উদ্ভাবনী ধারণা তুলে ধরা হয়। বক্তারা বলেন, স্থানীয়ভাবে উদ্ভাবিত প্রযুক্তি গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার পাশাপাশি মানুষের জীবনমান উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী দলগুলোর উদ্ভাবনী কার্য উপস্থাপন দেখা হয় এবং প্রযুক্তিগত ধারণা বিনিময় করা হয়।