৩রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

নীলফামারীতে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মেডিকেল টেকনোলজিস্টদের অর্ধদিবস কর্মবিরতি

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

বেতন বৈষম্যের অবসান ও পদমর্যাদা ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীতকরণের দাবিতে অর্ধদিবস কর্মবিরতি পালন করেছেন নীলফামারীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। বুধবার (৩ ডিসেম্বর) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদ এ কর্মসূচি পালন করেন।

বক্তারা বলেন, স্বাস্থ্যসেবা একটি টিম ওয়ার্ক; চিকিৎসক ও নার্সদের পাশাপাশি রোগ নির্ণয়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ একই শিক্ষাগত যোগ্যতায় থাকা ডিপ্লোমা প্রকৌশলী, নার্স ও কৃষি কর্মকর্তারা যেখানে ১০ম গ্রেড পাচ্ছেন, সেখানে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা এখনো ১১তম গ্রেডে আটকে আছেন।

তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি আদায় না হলে আগামীকাল (৪ ডিসেম্বর) পূর্ণদিবস ‘কমপ্লিট শাট-ডাউন’ কর্মসূচি পালন করা হবে।

এ সময় বক্তব্য রাখেন— নুরুজ্জামান সরকার (মেডিকেল টেকনোলজিস্ট, রেডিওলজি অ্যান্ড ইমেজিং), আতিকুর রহমান (ফার্মাসিস্ট),মেহেদী হাসান (মেডিকেল টেকনোলজিস্ট, ল্যাব),
মোনায়েম খান (ফার্মাসিস্ট),নিশাত রায়হান (মেডিকেল টেকনোলজিস্ট, ল্যাব),মোশাররফ হোসেন (মেডিকেল টেকনোলজিস্ট, ব্লাড ব্যাংক),মোঃ আবু সাইদ (মেডিকেল টেকনোলজিস্ট, রেডিওলজি অ্যান্ড ইমেজিং) প্রমুখ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top