৩রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

মনোহরদীতে ফের ব্যানার কাণ্ড! লেবুতলায় বিশাল ব্যানার থেকে শুধু প্রার্থী জাহাঙ্গীর আলমের ছবি কেটে নেওয়ার অভিযোগ

আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ, মনোহরদী, নরসিংদী প্রতিনিধি:

নরসিংদী-৪ (মনোহরদী–বেলাবো) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী মাওলানা মোঃ জাহাঙ্গীর আলমের বিশাল আকারের একটি প্রচারণামূলক ব্যানার থেকে শুধু প্রার্থীর ছবি অংশ কেটে নেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটে বলে ধারণা স্থানীয়দের।

ঘটনাটি ঘটেছে মনোহরদী উপজেলার লেবুতলা ইউনিয়নের ৭নং ওয়ার্ডে, যেখানে বড় সাইজের ব্যানারটি পূর্বে স্বাভাবিকভাবে বাঁশ দিয়ে স্থাপন করা ছিল। বুধবার সকালে স্থানীয়রা দেখতে পান—ব্যানারের মাঝামাঝি অংশ থেকে মাওলানা জাহাঙ্গীর আলমের ছবি নিখুঁতভাবে কাটা, বাকী অংশ অক্ষত অবস্থায় রয়েছে। ব্যানারটি ছিঁড়ে ফেলা হয়নি, বরং ছবিটি মেপে, সাইজ ধরে কেটে নেওয়া হয়েছে—যা নিয়ে এলাকায় নানা আলোচনা চলছে।

স্থানীয় বাসিন্দা মোশারফ হোসেন বলেন,
ছবি কেটে নেওয়া মানে বিষয়টি পরিকল্পিত। কারো ছবি কেটে নেওয়া সম্মানহানিকরও। এলাকার কলেজপড়ুয়া তরুণ ইমরান সরদার জানান, ব্যানার না ছিঁড়ে শুধু ছবি কেটে নেওয়া—এটা খুব অদ্ভুত। মনে হচ্ছে ইচ্ছে করেই করা হয়েছে।

ব্যবসায়ী হানিফ মিয়া বলেন, রাজনৈতিক প্রতিযোগিতা থাকতেই পারে, কিন্তু এভাবে ছবি কেটে নিয়ে যাওয়া খুবই দুঃখজনক। এতে নির্বাচনকে কেন্দ্র করে অস্বস্তির পরিবেশ তৈরি হচ্ছে। এক কৃষক রবিউল শেখ বলেন, ছবি কেটে ফেলা অপমানের মতো। এটি যারাই করেছে, তারা ভালো করেনি।

যোগাযোগ করা হলে এমপি প্রার্থী মাওলানা মোঃ জাহাঙ্গীর আলম বলেন— এ ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বিশাল ব্যানার রেখে শুধু ছবি কেটে নেওয়া কৌশলী নাশকতার ইঙ্গিত দেয়। আমরা শান্ত রাজনৈতিক পরিবেশ চাই, এরকম চলতে থাকলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোহরদী বেলাবোবাসী এই কুচক্রী মহলকে লাল কার্ড দেখাবে

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top