৩রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

তফশিল ঘোষণায় সময় বাছাইয়ের আহ্বান এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের

নিজস্ব প্রতিনিধি:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম নির্বাচন কমিশনের (ইসি) প্রতি আহ্বান জানিয়েছেন রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় এমন সময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণার, যা সব দলের প্রস্তুতির জন্য উপযোগী হয়।

বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে তিনি এ অনুরোধ জানান।

নাহিদ ইসলাম বলেন, নির্বাচন সংশ্লিষ্ট আরপিও (গণপ্রতিনিধিত্ব আদেশ) সংশোধনীর মাধ্যমে কমিশন যেসব সংস্কার করেছে, তা প্রশংসনীয়। তিনি অভিযোগ করেন—একটি বিশেষ দল এসব সংস্কার বাতিলে চাপ সৃষ্টি করছে এবং আদালতকে ব্যবহার করার চেষ্টা করছে।

তিনি আরও জানান, নিবন্ধনের শুরু থেকেই নেতাকর্মীরা অক্লান্ত পরিশ্রম করেছেন এবং অবশেষে শাপলা কলি প্রতীকে এনসিপি নির্বাচনে অংশ নিচ্ছে। সকল দলকে নিজ নিজ প্রতীকে নির্বাচন করার সুযোগ বজায় রাখার আহ্বান জানান তিনি।

নির্বাচনে অর্থ ও ক্ষমতার প্রভাব নিয়ে উদ্বেগ জানিয়ে নাহিদ ইসলাম বলেন, হলফনামার তথ্য যাচাই এবং কালো টাকা ব্যবহারে ইসিকে কঠোর ভূমিকা নিতে হবে। ডিসি-এসপি বদলিতেও রাজনৈতিক প্রভাব রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এতে নির্বাচনী নিরপেক্ষতা ব্যাহত হতে পারে।

গণভোটের প্রশ্নে জনসচেতনতা নিশ্চিত করতে যথাযথ প্রচার চালানোর পরামর্শ দেন এনসিপির আহ্বায়ক।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top