মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:
‘প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি তরান্বিত করি’ প্রতিপাদ্যে জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে বুধবার (৩ ডিসেম্বর) নীলফামারীতে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র যৌথভাবে দিবসটি আয়োজন করে।
সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র্যালি বের হয়ে জেলা পরিষদ অডিটোরিয়ামে এসে আলোচনা সভায় মিলিত হয়। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আবু বকর সিদ্দিকীর সভাপতিত্বে আলোচনা সভা পরিচালনা করেন সহকারী পরিচালক নুসরাত ফাতেমা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়, অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদ এবং সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার আতিউর রহমান শেখ।
আলোচনা সভায় জেলা প্রশাসক বলেন, “প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তারা আমাদের সম্পদ। তাদের মূলধারায় সম্পৃক্ত করে মেধা ও শ্রমকে কাজে লাগাতে পারলে সমাজে বড় পরিবর্তন আনা সম্ভব।” তিনি আরও জানান, সরকার প্রতিবন্ধী জনগোষ্ঠীর উন্নয়নে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে।
দিবসটি উপলক্ষে জেলা পরিষদের উদ্যোগে ৯৬ জনকে সেলাই মেশিন, ৯০ জনকে হুইল চেয়ার, ২০ জনকে ট্রাইসাইকেল এবং জেলা প্রশাসনের উদ্যোগে ১০০ জনকে কম্বল প্রদান করা হয়।
অনুষ্ঠানে জেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন সহায়তা সামগ্রী বিতরণের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।