জাকির হোসেন হাওলাদার, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে খোরশেদ কাক্কুর ছেলে গরিব সোহেলের ভাতের হোটেল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে দোকানের মালিক সোহেল হাওলাদার সর্বস্ব হারিয়ে পথে বসেছেন।
বৃহস্পতিবার সকালে হোটেলের রান্নাঘর থেকে আকস্মিকভাবে আগুনের সূত্রপাত হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।স্থানীয়রা জানান, হোটেলের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হওয়ার সঙ্গে সঙ্গেই তা দ্রুত পুরো দোকানে ছড়িয়ে পড়ে।
স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হন। এরপর পটুয়াখালী ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।দোকানের মালিক সোহেল হাওলাদার জানান, ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তাঁর স্বপ্নের হোটেলটি সম্পূর্ণরূপে পুড়ে ভস্মীভূত হয়ে যায়।
এতে তাঁর সমস্ত মালামাল, আসবাবপত্র ও নগদ অর্থসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।ক্ষতিগ্রস্ত সোহেল হাওলাদার কান্নায় ভেঙে পড়ে বলেন এই দোকানটি আমি ধার দেনায় নিজের সর্বস্ব টাকায় গড়ে তুলেছিলাম। আগুনে সব শেষ হয়ে গেল। এই হোটেলটাই ছিল আমার একমাত্র আয়ের পথ ও ভরসা এখন সেটিও বন্ধ হয়ে গেল।