৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

পবিপ্রবিতে ইস্পাহানি প্রেজেন্টস ইপিএল-২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

মোঃ ফাহিম,পবিপ্রবি প্রতিনিধি :

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ‘ইস্পাহানি প্রেজেন্টস ইএসডিএম প্রিমিয়ার লিগ (ইপিএল-২৬)’–এর উদ্বোধনী ম্যাচ। এ বছরের প্রিমিয়ার লিগের কো-স্পনসর হিসেবে যুক্ত রয়েছে ইএসডিএম ক্লাব, অগ্রণী ব্যাংক পিএলসি এবং দেশবন্ধু গ্রুপ।

৪ ডিসেম্বর (বৃহস্পতিবার) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মো: আবদুল লতিফ। এ সময় আরও উপস্থিত ছিলেন
অধ্যাপক ড. মো. নুরুল আমিন,অধ্যাপক ড. মো. সামসুজ্জোহা,অধ্যাপক ড. রমন কুমার বিশ্বাস,সহযোগী অধ্যাপক মো. ফয়সাল,সহযোগী অধ্যাপক পাপড়ি হাজরা,সহকারী অধ্যাপক ড. তারিকুল ইসলাম সজীব,সহকারী অধ্যাপক মো. রাশেদুজ্জামান এবং সহকারী অধ্যাপক মোসা নুসরাত বিনতে নূর।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের ডিন অধ্যাপক ড. মো: মোহসীন হোসেন খান।

সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মো: মোহসীন হোসেন খান বলেন, “পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে খেলাধুলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তিনি আরও বলেন, টুর্নামেন্ট চলাকালে সকল অংশগ্রহণকারী যেন মিলেমিশে খেলায় অংশ নেয় এবং কোনো ধরনের সমস্যা বা প্রতিবন্ধকতা সৃষ্টি না করে।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মো: আবদুল লতিফ বলেন, “পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইএসডিএম প্রিমিয়ার লিগ ২০২৬-এর উদ্বোধনী ম্যাচে উপস্থিত থাকতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। খেলাধুলা শিক্ষার্থীদের দলগত মনোভাব, নেতৃত্বগুণ ও শৃঙ্খলাবোধ গড়ে তোলে। এই আয়োজনের সফলতা কামনা করছি এবং সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ।”

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় ডিজাস্টার রেজিলিয়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং ইনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগ। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ডিজাস্টার রেজিলিয়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের দল। তারা নির্ধারিত ১০ ওভারে ৯৩ রান সংগ্রহ করে। জবাবে ইনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগ ৩ ওভার বাকী থাকতে ৯৭ রান তুলে ১০ উইকেটের বড় ব্যবধানে জয় অর্জন করে।

উল্লেখ্য, ডিজাস্টার রেজিলিয়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক মোঃ ফয়সালও খেলায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন, যা শিক্ষার্থীদের মাঝে অতিরিক্ত উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top