৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

নরসিংদী-২ পলাশে জামায়াতের নির্বাচনী সভায় বিএনপির হামলার প্রতিবাদে মনোহরদীতে বিক্ষোভ মিছিল

আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি:

নরসিংদী-০২ (পলাশ) আসনের মেহেরপাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী সভায় বিএনপির তাঁতীদল নেতা বখতিয়ারের নেতৃত্বে হামলার প্রতিবাদে মনোহরদীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে মনোহরদী উপজেলা জামায়াতের উদ্যোগে এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।

দুপুরে মনোহরদী বাসস্ট্যান্ড এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি সম্পন্ন হয়। সমাবেশে বক্তারা পলাশে অনুষ্ঠিত সভায় হামলার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত বিচারের দাবি করেন।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন— বাংলাদেশ জামায়াতে ইসলামী নরসিংদী জেলা শাখার সহকারী সেক্রেটারি ও নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনে দলীয় এমপি প্রার্থী মাওলানা মোঃ জাহাঙ্গীর আলম, মনোহরদী উপজেলা দক্ষিণ জামায়াতের আমির মাওলানা মোঃ সানাউল্লাহ, উত্তর জামায়াতের আমির মাওলানা মোঃ ইকবাল হোসাইন, মনোহরদী পৌর জামায়াতের আমির মোঃ আসাদুজ্জামান নূর, দক্ষিণ সেক্রেটারি মোঃ তাজুল ইসলাম শাহিন, উত্তর সেক্রেটারি মাওলানা মনির উদ্দিন আল আজহারী, পৌর সেক্রেটারি মোঃ মোফাজ্জল হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা।

উল্লেখ্য, গত বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় মেহেরপাড়ার শেখেরচর বাসস্ট্যান্ড এলাকায় জামায়াতে ইসলামী নির্বাচনীয় সভা শেষে বিএনপির নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ পাওয়া যায়। এতে অন্তত ৩০ জন আহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top