নিজস্ব প্রতিনিধি:
মৌসুমী উৎপাদন বাড়লেও রাজধানীর বাজারে সবজির দাম এখনো চড়া। দুই মাসেরও বেশি সময় ধরে বেশিরভাগ সবজি উচ্চ দামে বিক্রি হওয়ায় নিত্যপ্রয়োজনীয় খরচের চাপ বেড়েছে সাধারণ মানুষের ওপর। শুক্রবার (৫ ডিসেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে প্রতি কেজি সবজির দাম ৬০ থেকে ৮০ টাকার মধ্যেই পাওয়া গেছে।
বাজারে মাঝারি সাইজের ফুলকপি ও বাঁধাকপি বিক্রি হচ্ছে প্রতিটি ৪০ টাকায়। গোল বেগুন প্রতি কেজি ৮০ টাকা, মুলা ৪০ টাকা, ঝিঙা ৮০ টাকা, বরবটি ১০০ টাকা, করলা ১০০ টাকা, শসা ৮০ টাকা এবং গাজরও বিক্রি হচ্ছে ৮০ টাকায়। এছাড়া শালগম প্রতি কেজি ৬০ টাকা, মিষ্টি কুমড়া ৫০ টাকা, শিম ৬০ টাকা, কাঁচা মরিচ ৮০ টাকা, পেঁপে ৪০ টাকা, নতুন আলু ১২০ টাকা এবং পেঁয়াজের ফুল ৮০ টাকায় বিক্রি হচ্ছে।
দেশি পেঁয়াজের দাম কিছুটা কমলেও এখনো ১১০ থেকে ১২০ টাকার মধ্যে লেনদেন হচ্ছে। তবে ডিম ও মুরগির বাজার তুলনামূলক স্থিতিশীল—ফার্মের ডিম ডজনপ্রতি ১২৫–১৩০ টাকা এবং ব্রয়লার মুরগি কেজিতে ১৬০–১৭০ টাকায় বিক্রি হচ্ছে।
সবজির দাম না কমার কারণ জানতে চাইলে মালিবাগ বাজারের বিক্রেতারা বলেন, পাইকারি পর্যায়ে সরবরাহ কম থাকায় তাদের কিনতে বেশি দাম পড়ছে, ফলে খুচরা বাজারেও দাম বাড়ছে। হঠাৎ বৃষ্টিতে অনেক চারা নষ্ট হওয়ায় উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও তারা দাবি করেন।
বাজার করতে আসা ভোক্তারা জানান, সাধারণত শীতকালে সবজির দাম কমে যায়, কিন্তু এবারের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। অনেকে আগের মতো এক কেজির বদলে এখন অর্ধেক কেজি করে সবজি কিনতে বাধ্য হচ্ছেন। ক্রেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “দাম নিয়ন্ত্রণে দেখার কেউ নেই।”