৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের অনাগ্রহ, তারেক রহমানের দেশে ফেরা বিষয়ে কোনো তথ্য নেই: পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিনিধি:

রংপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে সরকারের কাছে কোনো তথ্য নেই। একই সঙ্গে তিনি জানান, দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে এখনো ভারত সরকারের কাছ থেকে ইতিবাচক সাড়া মেলেনি।

শুক্রবার সকালে রংপুর সার্কিট হাউসে তিনি বলেন, খালেদা জিয়ার লন্ডন নেওয়ার প্রস্তুতি সম্পর্কে সরকারের অবস্থান স্পষ্ট। কাতার আমিরের এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি সমস্যার কারণে তার বিদেশ যাত্রায় একদিন বিলম্ব হতে পারে। তবে মেডিকেল বোর্ড উপযুক্ত মনে করলে ৭ ডিসেম্বর তিনি লন্ডনে যেতে পারেন।

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে তৌহিদ হোসেন বলেন, তিনি একজন দণ্ডপ্রাপ্ত ব্যক্তি এবং সর্বোচ্চ আদালত তার সাজা নিশ্চিত করেছে। বাংলাদেশ তার প্রত্যর্পণ চাইলেও ভারত এখনো ইতিবাচক প্রতিক্রিয়া দেয়নি। এটি একদিনে সমাধানযোগ্য কোনো বিষয় নয়; ভারত বিষয়টি পরীক্ষা–নিরীক্ষা করছে।

আরাকান আর্মির হাতে বাংলাদেশি জেলে আটক হওয়ার প্রসঙ্গে তিনি বলেন, আরাকান আর্মির সঙ্গে সরাসরি দ্বিপাক্ষিক আলোচনা সম্ভব নয়, কারণ তারা কোনো রাষ্ট্রীয় সত্তা নয়। তবে এ ধরনের ঘটনা যাতে কমে, সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top