রবিউল ইসলাম বাবুল, রংপুর বিভাগীয় প্রতিনিধিঃ
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশী যুবকের মরদেহ ১৬ ঘণ্টা পর হস্তান্তর করেছে ভারতীয় সীমন্তরক্ষী বাহিনী বিএসএফ।
০৪ ডিসেম্বর বৃস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার নাজিরগোমানী বিওপির সীমান্ত পিলার ৮৬৮/৩–এস এর কাছে ব্রিটিশরোড এলাকায় দুই দেশের আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে মরদেহ হস্তান্তর করা হয়।
ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ ছোোঁড়া গুলিকে নিহত যুবক সবুজ মিয়া (৩০) পাটগ্রাম উপজেলার পচাভান্ডার গ্রামের সিরাজুল মিয়ার ছেলে বলে জানাগেছে।
এদিকে বিজিবি–৬১ তিস্তা ব্যাটালিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, রাত ৮টা ৩০ মিনিটের পর ভারতীয় পুলিশ সবুজের মরদেহ বাংলাদেশি পুলিশের কাছে হস্তান্তর করেছেন,
এমসয় পাটগ্রাম থানা পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরাগন উপস্থিত ছিলেন।
স্থানীরা বলছেন, বৃহস্পতিবার ভোরে পাটগ্রামের শমশেরনগর সীমান্তের ৮৬৪/৫ সীমানা পিলারের কাছে বিএসএফের গুলিতে সবুজ নিহত হন। চোরাই পথে গরু আনতে শূন্যরেখার কাছে গেলে বিএসএফ তাকে গুলি করে। গুলির শব্দে তার সঙ্গে থাকা অন্যরা চলে আসেন।
ঘটনার পরই বিএসএফের সঙ্গে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানায় বিজিবি। দুই বাহিনীর মধ্যে যোগাযোগ চলে। এর ধারাবাহিকতায় রাতে সবুজের মরদেহ হস্তান্তর করেন বিএসএফ।
সৃষ্ট ঘটনায় পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ মিজানুর সঙ্গে আলোচনা হলে তিনি দৈনিক আমার বাংলাদেশ সাংবাদিক কে বলেন, সকল আইনি প্রক্রিয়া শেষে সবুজের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।