মোঃ নাঈম ইসলাম, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
তারুণ্য ভরা একদল মানবিক মানুষের উদ্যোগে গুরুদাসপুরের চাঁচকৈড় বাজারে গড়ে উঠেছে টেনরোজ হেলথ কেয়ার বেসরকারি হাসপাতাল। হাসপাতালটির দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আজ পাঁচ ডিসেম্বর শুক্রবার সকাল ১০ ঘটিকা থেকে দিনব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে ।
হৃদরোগ, কিডনি, গ্যাস্ট্রোলিভার, মেডিসিন, গাইনি, ডায়াবেটিস বিষয়ে অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা প্রায় পাঁচ শতাধিক রোগীকে বিনামূল্যে ফ্রি চিকিৎসা প্রদান করা হয়।
প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ গোলাম মোস্তফা বলেন, আমরা প্রতিবছর বিশেষ বিশেষ দিনে এ কার্যক্রম পরিচালনা করব । তিনি স্থানীয় পল্লি চিকিৎসক ও গন্য-মান্য ব্যাক্তি-বর্গদের ধন্যবাদ জানান।
গাইনি মেডিসিন ও ডায়াবেটিস অভিজ্ঞ চিকিৎসক ডক্টর মাহজাবিন মাইশা বলেন, টেন রোজ হেলথ কেয়ারের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে, এলাকার স্বল্প আয়ের মানুষদের বিনামূল্যে চিকিৎসা দিতে পেরে আমরা খুশি।
গুরুদাসপুর উপজেলা বিভিন্ন প্রান্ত থেকে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিতে আসেন, রফিকুল ইসলাম, মাহফুজা সুলতানা হেনা, জামাল উদ্দিন, শামিম হাসান, রুবেল আহম্মেদ সহ প্রায় পাঁচ শতাধিক মানুষ।
চিকিৎসা নিতে আসা রোগীদের মধ্যে রফিকুল ইসলাম বলেন, টেন রোজ হেলথ কেয়ারের এমন উদ্যোগ প্রশংসনীয়, খেটে খাওয়া গরীব-দুঃখী দুস্থ মানুষের জন্য চিকিৎসার খরচ যোগানো অনেক কষ্টসাধ্য। এই ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে তারা ফ্রিতে ডাক্তারদের পরামর্শ নিতে পেরে অনেক খুশি।