নিজস্ব প্রতিনিধি:
এয়ার অ্যাম্বুলেন্স পৌঁছাতে দেরি হওয়ায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রক্রিয়া কিছুটা পিছিয়ে যাচ্ছে। দলটি রোববার তাকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি নিলেও তা এখন পুরোপুরি নির্ভর করছে এয়ার অ্যাম্বুলেন্সের আগমন ও তার শারীরিক অবস্থার ওপর। সংশ্লিষ্ট সূত্র জানায়, কাতারের আমিরের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছাতে দু-এক দিন অতিরিক্ত সময় লাগতে পারে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, শনিবার রাতের মধ্যেই এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে, এবং পরিস্থিতি অনুকূলে থাকলে রোববার খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে।
শারীরিক অবস্থা অপরিবর্তিত, এন্ডোস্কোপিতে রক্তক্ষরণ নিয়ন্ত্রণ
এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ৮০ বছর বয়সী খালেদা জিয়ার অবস্থা এখনো ‘অত্যন্ত সংকটাপন্ন’। শুক্রবার রাতে তার এন্ডোস্কোপি করে পাকস্থলীর অভ্যন্তরীণ রক্তক্ষরণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এরপর তাকে আরও একটি মাইনর অপারেশন করা হয়। মেডিকেল বোর্ড ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকরা রাতে পূর্ণাঙ্গ রিভিউ করেছেন এবং বিদেশে নেওয়ার সুযোগ-সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন।
চিকিৎসকরা জানিয়েছেন, তার ফুসফুস, কিডনি, লিভার ও হৃদযন্ত্র—একাধিক জটিলতা একই সঙ্গে নিয়ন্ত্রণে রাখতে হচ্ছে। কোনো একটি অংশ ভালো হলে আরেকটির অবনতি দেখা দিচ্ছে।
জার্মানি থেকে নতুন অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার
কারিগরি ত্রুটির কারণে কাতারের এয়ার অ্যাম্বুলেন্স শুক্রবার ঢাকায় পৌঁছাতে পারেনি। এখন জার্মানিতে তৈরি আরেকটি এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর ব্যবস্থা করেছে কাতার সরকার। সেটি শনিবার বা মঙ্গলবারের মধ্যে ঢাকায় পৌঁছাতে পারে। এয়ার অ্যাম্বুলেন্স পৌঁছানো ও চিকিৎসকদের অনুমতি—উভয়ের ওপর নির্ভর করছে খালেদা জিয়ার বিদেশ যাত্রা।
জোবাইদা রহমান ঢাকায় এসে হাসপাতালে ছুটলেন
শুক্রবার সকালে লন্ডন থেকে ঢাকায় এসে সরাসরি এভারকেয়ার হাসপাতালে যান খালেদা জিয়ার পুত্রবধূ ডা. জোবাইদা রহমান। তিনি প্রায় আড়াই ঘণ্টা হাসপাতালে অবস্থান করে মেডিকেল বোর্ডের চিকিৎসকদের সঙ্গে আলোচনায় অংশ নেন। এরপর বিকালে বাবার বাসায় গিয়ে আবার রাতে হাসপাতালে ফেরেন।
জাতীয় পর্যায়ে দোয়া ও প্রার্থনা
বিএনপি চেয়ারপারসনের রোগমুক্তি কামনায় সারা দেশের মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডায় শুক্রবার বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়। বঙ্গভবনেও রাষ্ট্রপতির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
হাসপাতালের সামনে মানুষের ভিড়
প্রতিদিনই এভারকেয়ার হাসপাতালের সামনে খালেদা জিয়ার শারীরিক অবস্থার আপডেট জানার জন্য সাধারণ মানুষ ও বিএনপি নেতাকর্মীদের ভিড় জমছে। অনেকেই সেখানে দাঁড়িয়ে দোয়া করছেন।