৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৫ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

দীঘিনালায় আবাম ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ অসহায় ১২০ পরিবারের মুখে স্বস্তি

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:

খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলায় শীতার্ত মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ মানবিক উদ্যোগ গ্রহণ করেছে আবাম ফাউন্ডেশন বাংলাদেশ।

শনিবার (৬ ডিসেম্বর ২০২৫) দীঘিনালা রসিক নগর মাদ্রাসা হেফজখানা ও এতিমখানা প্রাঙ্গণে ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শীতের শুরুতেই আয়োজিত এ কর্মসূচিতে অসহায়, হতদরিদ্র ও নিম্নআয়ের প্রায় ১২০ জন মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। নারী-পুরুষ, শিশু ও বয়স্কদের উপস্থিতিতে অনুষ্ঠান স্থল পরিণত হয় মানবিকতার উষ্ণ মিলনমেলায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবাম ফাউন্ডেশন বাংলাদেশের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ-উল্লাহ। তিনি বলেন,
“মানবকল্যাণমূলক কাজই আমাদের মূল অঙ্গীকার। শীতের সময় অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সমাজের সব শ্রেণি-পেশার মানুষ এগিয়ে এলে কেউ আর শীতে কষ্ট পাবে না।”

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবাম ফাউন্ডেশনের শুভাকাঙ্ক্ষী ইঞ্জিনিয়ার নুর আলম। তিনি বলেন,
“এই ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনে। মানবিক কর্মকাণ্ড শুধু উপকারভোগীর নয়, সমাজের সামগ্রিক উন্নয়নে ভূমিকা রাখে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আবাম ফাউন্ডেশন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার প্রতিনিধি মাওলানা রবিউল ইসলাম এবং এলাকার স্থানীয় সদস্যবৃন্দ। তারা সবাই মিলে বিতরণ কার্যক্রম পরিচালনা করেন এবং সুবিধাভোগীদের হাতে কম্বল তুলে দেন।
উপকারভোগীরা জানান, শীতের শুরুতেই এমন উদ্যোগ তাদের জন্য অনেক বড় সহায়তা। পার্বত্য অঞ্চলে শীত বেশি অনুভূত হওয়ায় শীতবস্ত্র পাওয়া তাদের জন্য স্বস্তি নিয়ে এসেছে।
উল্লেখ্য, আবাম ফাউন্ডেশন বাংলাদেশ সারাদেশে শিক্ষাসেবা, ত্রাণ কার্যক্রম এবং দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানোর নানা উদ্যোগ নিয়ে কাজ করছে। শীতবস্ত্র বিতরণ কর্মসূচি তাদের চলমান সামাজিক কার্যক্রমের একটি অংশ

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top