এম,এম,রহমান,উজিরপুর বরিশাল প্রতিবেদক:
বরিশাল জেলার উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের মুন্ডপাশা গ্রামে বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য সৈয়দ আঃ মালেক (৭১) কে কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষ।
এ সময় এই মুক্তিযোদ্ধাকে রক্ষা করতে আসলে তার ভাইয়ের বউ তাহমিনা আক্তার (৪৫) ভাইয়ের ছেলে সৈয়দ রনি (১৮) গুরুতর যখম এর শিকার হন। আহতদের উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়।
এ বিষয়ে উজিরপুর থানায় মামলার প্রস্তুতি চলছে।স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, ৬ ডিসেম্বর শনিবার সকাল দশটার সময় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আঃ মালেক পৈত্রিক সম্পত্তিতে বেড়া দিতে গেলে প্রতিপক্ষ সৈয়দ আবুল কালাম মনটু (৫০)এর নেতৃত্বে মিলি বেগম (৪৫),বকুলি বেগম ৪২, সৈয়দ হিমেল (২০),সৈয়দ হালিম (৫৫) সহ ১০-১২ জনের একটি দল মুক্তিযোদ্ধার উপর হামলা চালায়, এ সময় দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও লাঠি দিয়ে হামলা করে গুরুতর যখম ও আহত করে।
এ সময় তাকে রক্ষা করতে গেলে আরো দুজন গুরুতর জখম হন। স্থানীয়রা উদ্ধার কর উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করেন। উজিপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম জানান, এ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে, মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্ত সৈয়দ আবুল কালাম মন্টুর সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।