আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি:
মনোহরদী উপজেলার শুকুন্দী ইউনিয়ন জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শুকুন্দী নাজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে। শনিবার বিকেলে অনুষ্ঠিত এ কর্মী সম্মেলনে এলাকার বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ও বিভিন্ন গ্রাম থেকে কয়েক শতাধিক নারী-পুরুষ উপস্থিত হয়ে পরিবেশ প্রাণবন্ত করে তোলে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরসিংদী-৪ (মনোহরদী–বেলাবো) আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী মাওলানা মোঃ জাহাঙ্গীর আলম। প্রধান অতিথির বক্তব্যে তিনি জণগণকে ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ন্যায়, নীতি ও আল্লাহর বিধান প্রতিষ্ঠার সংগ্রামে জনগণকে সাথে নিয়ে শান্তিপূর্ণ গণতান্ত্রিক উপায়ে এগিয়ে যেতে চাই।

সম্মেলনে আরও বক্তব্য রাখেন মনোহরদী উপজেলা দক্ষিণ জামায়াতের আমির মাওলানা মোঃ সানাউল্লাহ, উত্তর জামায়াতের আমির মাওলানা মোঃ ইকবাল হোসাইন, দক্ষিণ জামায়াতের সেক্রেটারি মোঃ তাজুল ইসলাম শাহিন, মনোহরদী পৌর জামায়াতের আমির মোঃ আসাদুজ্জামান নূরসহ ইউনিয়ন ও থানার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ। বক্তারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, নতুন কর্মী গঠন ও মাঠপর্যায়ে মানুষের সাথে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা সামনের নির্বাচনকে কেন্দ্র করে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখা, জনগণের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ ভূমিকা পালন এবং ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে প্রয়োজনীয় কর্মপরিকল্পনা উপস্থাপন করেন।
সম্মেলন শেষে শুকুন্দী বাজারে এক গণমিছিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।