৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

দীঘিনালা থানার ওসি জাকারিয়ার বদলি — প্রেসক্লাবের আয়োজনে আবেগঘন সংবর্ধনা

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:

খাগড়াছড়ির দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকারিয়া বদলি হওয়ায় তাকে সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রেসক্লাব। বিদায় বেলায় আবেগাপ্লুত হয়ে চোখের পানি ধরে রাখতে পারেননি তিনি।

শনিবার সন্ধ্যা ৭টায় উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়। প্রেসক্লাবের সভাপতি আল আমিন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি সোহেল রানা, অর্থ সম্পাদক সুমন উদ্দিন, কার্যনির্বাহী সদস্য আক্তার হোসেন, সোহানুর, সদস্য হাসান মোর্শেদ রিফাত, দুর্জয় বড়ুয়া ও শাকিল আহমেদ।

সংবর্ধনা উপলক্ষে বক্তব্য দিতে গিয়ে ওসি জাকারিয়া আবেগঘন কণ্ঠে বলেন, “দীঘিনালা ছিল আমার পরিবারের মতো। এখানে আমার ১৪ মাসের দায়িত্ব পালনকালে সর্বোচ্চ চেষ্টা করেছি মানুষের সেবা করতে। আমার কারণে কেউ কষ্ট পাক কিংবা অন্যায়ভাবে সাজা ভোগ করুক—এটা কখনোই চাইনি।”
তিনি আরও বলেন, “দীঘিনালার মানুষ আমাকে যে ভালোবাসা দিয়েছে, তা আমি সারাজীবন মনে রাখব।”
প্রেসক্লাবের সভাপতি আল আমিন হোসেন বিদায়ী কর্মকর্তার প্রশংসা জানিয়ে বলেন, “ওসি জাকারিয়া ছিলেন অত্যন্ত আন্তরিক ও মিশুক প্রকৃতির একজন মানুষ। যে কোনো প্রয়োজনে আমরা তাকে পাশে পেয়েছি। তার আগামী কর্মস্থলের জন্য রইলো আন্তরিক শুভকামনা।”
সংবর্ধনা শেষে তাকে প্রেসক্লাবের পক্ষ থেকে ক্রেস্ট ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top