৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

রাজবাড়ীতে যৌথবাহিনীর টাস্কফোর্স অভিযানে অবৈধ এ্যামুনেশন, দেশীয় অস্ত্রসহ ৪ জন গ্রেফতার

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীতে যৌথবাহিনীর টাস্কফোর্স অভিযানে অবৈধ এ্যামুনেশন, দেশীয় অস্ত্রসহ ৪ জন গ্রেফতার করা হয়েছে।

রোববার (০৭ ডিসেম্বর) বিকালে রাজবাড়ী সদরে যৌথবাহিনীর টাস্কফোর্স অভিযানে মেজর মোস্তফা, (উপঅধিনায়ক ৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি) এর নেতৃত্বে রাজবাড়ী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও রাজবাড়ী সদর থানা পুলিশ এবং রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয় ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিকের সমন্বয়ে রাজবাড়ী সদর উপজেলার ৯ নং পৌরসভার ধুনছি গ্রামে অভিযান পরিচালনা করে অবৈধ এ্যামুনেশন, দেশীয় অস্ত্র ও মাদকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়।

যৌথবাহিনীর অভিযানের গ্রেফতারকৃতরা হলেন, সদর উপজেলার ধুনচি গ্রামের মৃত জুলমত আলী ফকিরের ছেলে মোঃ রমজান মিয়া (৩০), ছোট নূরপুর গ্রামের শহিদুলের ছেলে মোঃ লিয়ন (২৬), একই গ্রামের নাজমুল হাসানের ছেলে মোঃ শিহাব(২৫), পিতঃ নাজমুল হাসান ও আহম্মদ আলীর ছেলে মোঃ মেহেদী নূর হাবিব (২৫)।

এ সময় রমজান আলীর বাসায় তল্লাশি চালিয়ে তাজা পিস্তল তাজা এ্যামুনেশন ২টা, খালী মদের বোতল ১টি, দেশীয় ধারালো চাকু ২টি ও হাতুড়ী ১টি সহ ৪ জনকে গ্রেফতার করা হয।

‎পরে উদ্ধারকৃত মালামাল এবং গ্রেপ্তারকৃতদেরকে রাজবাড়ী সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। রিপোর্ট লেখা পর্যন্ত পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top