মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:
নীলফামারী জেলার কাঞ্চনপাড়া এলাকায় বিদ্যুৎ লাইন মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ সমিতির এক লাইনম্যানের মৃত্যু হয়েছে। নিহত লাইনম্যানের নাম সাদ্দাম আলী (৩২)। রবিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় হঠাৎ বিদ্যুৎ সরবরাহে ত্রুটি দেখা দিলে সাদ্দাম আলীসহ তার সহকর্মীরা দ্রুত লাইন মেরামতের কাজে নামেন। কাজের এক পর্যায়ে অসাবধানতাবশত লাইনের সক্রিয় অংশের সংস্পর্শে এসে তিনি গুরুতরভাবে দগ্ধ হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে নীলফামারী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হঠাৎ এ মৃত্যুতে সহকর্মী এবং স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মীরা জানান, সাদ্দাম আলী দীর্ঘদিন ধরে পল্লী বিদ্যুৎ সমিতিতে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছিলেন। তার মৃত্যু প্রতিষ্ঠান ও এলাকায় অপূরণীয় ক্ষতি হিসেবে দেখা হচ্ছে।
এদিকে ঘটনাটি তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে স্থানীয় পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। তারা জানিয়েছেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত প্রক্রিয়া শুরু করা হয়েছে।
সাদ্দামের অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্থানীয় জনপ্রতিনিধি ও পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা।