সৈয়দ শিহাব উদ্দিন মিজান, স্টাফ রিপোর্টার :
বাংলাদেশ প্রেস ক্লাব কমলগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ৪র্থ বার্ষিক সম্মেলন গত ৫ডিসেম্বর ২০২৫, শুক্রবার বিকেল ৩টায় কমলগঞ্জ বিআরডিবি হলরুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখার প্রতিষ্ঠাতা সভাপতি জনাব মোঃ আব্দুস সালাম, এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সৈয়দ এবাদুল হোসেন জেমস।
সম্মেলনের প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলার সাবেক পৌর মেয়র ও ন্যাশনাল টি কোম্পানি লিমিটেডের পরিচালক জনাব মহসিন মিয়া মধু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
জনাব এম এ রুমান আহাম্মদ, সভাপতি, বাংলাদেশ প্রেস ক্লাব মৌলভীবাজার জেলা শাখা
মোঃ এডভোকেট আব্দুর রব, সহ-সম্পাদক, বাংলাদেশ জামাতে ইসলামী সিলেট মহানগর
নুরুল হাসনাত মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রেস ক্লাব জেলা শাখা
জনাব আনোয়ার হোসেন বাবু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, উপজেলা বিএনপি
এছাড়াও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ সম্মেলনে অংশগ্রহণ করেন।
বক্তারা তাদের আলোচনায় বিগত সরকার আমলে সাংবাদিকদের উপর নির্যাতন-নিপীড়ন, প্রকাশনা–আইনগত বাধা, এবং পেশাদার সাংবাদিকতার চ্যালেঞ্জসহ গণমাধ্যমের স্বাধীনতার গুরুত্ব তুলে ধরেন। সাংবাদিকদের পেশাদারিত্ব, নিষ্ঠা ও সামাজিক দায়িত্ব নিয়ে গঠনমূলক দিকনির্দেশনামূলক বক্তব্যও উপস্থাপন করা হয়।
সম্মেলনের শেষে সর্বসম্মতিতে ৩৩ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটির শীর্ষ পদে রয়েছেন—
সভাপতি : জনাব মোঃ আব্দুস সালাম
সাধারণ সম্পাদক : সৈয়দ এবাদুল হোসেন জেমস
সাংগঠনিক সম্পাদক : নাজিম মোহাম্মদ
নবনির্বাচিত নেতৃবৃন্দকে অতিথিবৃন্দ শুভেচ্ছা জানান এবং সংগঠনের অগ্রগতি ও সাংবাদিকদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।