মোঃ হাচান আল মামুন দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:
খাগড়াছড়ি দীঘিনালা উপজেলার বোয়ালখালী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড দক্ষিণ নৌকাছড়ার বগরুমোহন কারবারি পাড়ায় বাংলাদেশ সেনাবাহিনী দীঘিনালা জোনের উদ্যোগে পাঁচ শতাধিক পাহাড়ি ও ত্রিপুরা অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।
সোমবার সকাল ১০টায় দীঘিনালা জোন কমান্ডার লে. কর্নেল মো. ওমর ফারুক (পিএসসির) নির্দেশনায় এ চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে উপস্থিত ছিলেন ক্যাপ্টেন মো. শায়খউদ্দিন সাকলাইন (আরএমও)। তার নেতৃত্বে সেনাবাহিনীর চিকিৎসক দল স্থানীয়দের স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ এবং বিভিন্ন রোগের ওষুধ বিতরণ করেন।
দুর্গম পাহাড়ি অঞ্চলে নিয়মিত চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত এসব মানুষের জন্য এ উদ্যোগ ছিল অত্যন্ত সহায়ক। স্থানীয় বাসিন্দারা জানান, দূরবর্তী এলাকার কারণে তারা সচরাচর হাসপাতালে যেতে পারেন না; ফলে প্রাথমিক চিকিৎসা পাওয়ায় অনেক সময় সমস্যা দেখা দেয়। সেনাবাহিনীর এ আয়োজন তাদের জন্য আশীর্বাদস্বরূপ।
ওষুধ নিতে আসা সবিতা রানী ত্রিপুরা বলেন, “আমার বুকে ব্যথা ছিল। চিকিৎসা নিতে সেনাবাহিনীর কাছে এসেছি। তারা আমাকে দেখে ওষুধ দিয়েছে। সেনাবাহিনীর এই উদ্যোগকে আমি ধন্যবাদ জানাই।”
চিকিৎসা ক্যাম্পে দায়িত্ব পালনকারী ক্যাপ্টেন মো. সায়খউদ্দীন সাকলাইন বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী সবসময় দেশের মানুষের উন্নয়ন ও কল্যাণে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও আমরা মানুষের পাশে থাকবো, ইনশাআল্লাহ।”
স্থানীয়রা সেনাবাহিনীর এ মানবিক উদ্যোগের প্রশংসা জানিয়ে ভবিষ্যতে আরও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।