৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ৮১ দেশীয় পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিল ইসি

নিজস্ব প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) চূড়ান্তভাবে ৮১টি দেশীয় নির্বাচন পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) ইসির জনসংযোগ শাখা এ তথ্য নিশ্চিত করে।

এর আগে গত ২৮ সেপ্টেম্বর প্রাথমিকভাবে ৭৩টি পর্যবেক্ষক সংস্থার তালিকা প্রকাশ করে আপত্তি–অভিযোগ গ্রহণের ঘোষণা দেয় ইসি। যাচাই-বাছাই শেষে প্রথম ধাপে ৬৬টি সংস্থাকে এবং দ্বিতীয় ধাপে আরও ১৫টি সংস্থাকে নিবন্ধন দেওয়া হয়েছে।

প্রথম ধাপের সংস্থাগুলোর নিবন্ধন ২০২৩ সালের ৬ নভেম্বর থেকে ২০৩০ সালের ৫ নভেম্বর পর্যন্ত কার্যকর থাকবে, আর দ্বিতীয় ধাপের সংস্থাগুলোকে ২০২৩ সালের ৪ ডিসেম্বর থেকে ২০২৮ সালের ৩ ডিসেম্বর পর্যন্ত পাঁচ বছরের জন্য নিবন্ধন দেওয়া হয়েছে।

ইসি জানায়, ‘নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা ২০২৫’-এর ধারা অনুযায়ী পূর্বে নিবন্ধিত ৯৬টি স্থানীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়েছে। উল্লেখ্য, ২০০৮ সালে পর্যবেক্ষক নিবন্ধন ব্যবস্থা চালুর পর থেকে বিভিন্ন নির্বাচনে হাজার হাজার দেশীয় পর্যবেক্ষক মাঠে দায়িত্ব পালন করেছেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top