নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশ পুলিশের গুরুত্বপূর্ণ পদে বড় ধরনের রদবদল করা হয়েছে। ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার (এসপি) ও অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার মোট ২২ কর্মকর্তাকে বদলি করে নতুন কর্মস্থলে পদায়ন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার (৭ ডিসেম্বর) জারি করা দুটি পৃথক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়। প্রজ্ঞাপন দুটিতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান।
বদলির তালিকায় রয়েছেন ২ জন ডিআইজি, ৩ জন অতিরিক্ত ডিআইজি, ৫ জন পুলিশ সুপার এবং ১২ জন অতিরিক্ত পুলিশ সুপার। নতুন দায়িত্বপ্রাপ্ত এসব কর্মকর্তাদের দ্রুত সংশ্লিষ্ট কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রশাসনিক প্রয়োজনেই এ রদবদল করা হয়েছে। নতুন পদায়ন পুলিশের বিভিন্ন ইউনিটে কার্যক্রম আরও গতিশীল করবে বলে আশা করা হচ্ছে।