৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

নলছিটিতে মত বিনিময় সভা করেছেন ঝালকাঠি জেলা প্রশাসক মো.মমিন উদ্দীন

, মোঃ নাঈম মল্লিকঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির নলছিটিতে উপজেলায় কর্মরত সকল সরকারি কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃতবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, গণমাধ্যকর্মী, ইউপি প্রশাসক, চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান ও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেছেন ঝালকাঠির নবাগত জেলা প্রশাসক মো:মমিন উদ্দীন।

সোমবার (০৮ই ডিসেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন নলছিটি উপজেলার নির্বাহী কর্মকর্তা জোবায়ের হাবিব।

সভার শুরুতে প্রধান অতিথি ঝালকাঠির নবাগত জেলা প্রশাসক মো:মমিন উদ্দীনের নলছিটিতে প্রথম আগমন উপলক্ষে নলছিটি প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়।

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ওবায়দুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আনিসুর রহমান খান হেলাল, নলছিটি পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র মো:মজিবুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম মোল্লা, নলছিটি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো:আশরাফ আলী ও উপজেলা কৃষি ককর্মকর্তা মোস্তাফিজুর রহমান।

এ ছাড়া অন্যদের মধ্যে সুশিল সমাজের প্রতিনিধি হিসেবে উপজেলা পাব্লিক লাইব্রেরীর সভাপতি সহকারী অধ্যাপক সামছুল আলম খান বাহার, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রতিনিধি নাজমুল হায়দার খান বাদল, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রতিনিধি বিজি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক আলী হায়দার বাদল, নলছিটি প্রেসক্লাবের নির্বাহী আব্দুল কুদ্দুস তালুকদার, সমাজকর্মী বালী তূর্য, উপজেলা ইসলামি আন্দোলন সভাপতি মাওলানা শাহজালাল হোসাইন জিহাদি, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর জাকির হোসেন খান প্রমুখ বক্তব্য রাখেন।

সভায় বক্তারা নলছিটি উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনার কথা তুলে ধরেন। আসন্ন সংসদ নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয় তা নিশ্চিতে গুরুত্ব আরোপ করেন। এছাড়াও এদিন সকালে নলছিটি ভূমি অফিস, নলছিটি থানা ও কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেন নবাগত জেলা প্রশাসক মো: মমিন উদ্দীন।

মতবিনিময় শেষে দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ ও স্মারক বৃক্ষ রোপণ করেন জেলা প্রশাসক মমিন উদ্দীন

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top