নিজস্ব প্রতিনিধি:
ইসরাইল লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর এলিট রাদওয়ান ফোর্স ব্যবহৃত কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) বাংলাদেশ সময় মধ্যরাতে পরিচালিত এ হামলার বিষয়ে ইসরাইলি বাহিনী জানায়, তারা রাদওয়ান ফোর্সের ‘ট্রেনিং ও কোয়ালিফিকেশন গ্রাউন্ড’-এ লক্ষ্য করে আঘাত হেনেছে, যেখান থেকে হিজবুল্লাহ ইসরাইলবিরোধী হামলার পরিকল্পনা ও বাস্তবায়ন করে থাকে।
২০২৪ সালের ২৭ নভেম্বর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও বৈরুতে ও লেবাননের দক্ষিণ ও পূর্বাঞ্চলের বিভিন্ন স্থানে প্রায় প্রতিদিনই অভিযান চালিয়ে আসছে ইসরাইল।
তাদের দাবি, হিজবুল্লাহর ক্রমবর্ধমান হুমকি দূর করতেই এসব আক্রমণ। বর্তমানে লেবানন সীমান্তবর্তী পাঁচটি প্রধান স্থানে সেনা মোতায়েন রেখেছে ইসরাইল।