১০ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

পূর্বাঞ্চলের ট্রেনের ভাড়া বাড়ল, ২০ ডিসেম্বর থেকে কার্যকর

নিজস্ব প্রতিনিধি:

বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলে যাত্রীবাহী ট্রেনের ভাড়া বৃদ্ধি করা হয়েছে, যা আগামী ২০ ডিসেম্বর থেকে কার্যকর হবে। রেলপথ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিভিন্ন ব্রিজে ট্রেন চলাচলের ক্ষেত্রে অভিন্ন পয়েন্ট চার্জ আরোপ করায় রুটভেদে যাত্রীপ্রতি ভাড়া সামান্য বাড়ানো হয়েছে।

নতুন দূরত্ব হিসাব অনুযায়ী ঢাকা–চট্টগ্রাম রুটে শোভন চেয়ার ভাড়া ৪০৫ টাকা থেকে ৪৫০ টাকা, প্রথম সিট ৬২১ থেকে ৬৮৫ টাকা, এসি চেয়ার ৭৭৭ থেকে ৮৫৭ টাকা, এসি সিট ৯৩২ থেকে ১০৩০ টাকা এবং এসি বার্থ ১৪৪৮ থেকে ১৫৯১ টাকায় সমন্বয় করা হয়েছে। ননস্টপ ট্রেনে শোভন চেয়ার ভাড়া ৪৫০ থেকে ৪৯৫ টাকা এবং এসি সিট ১০২৫ থেকে ১১৩৩ টাকায় বাড়ানো হয়েছে।

কক্সবাজার–ঢাকা রুটে শোভন চেয়ার ৬৯৫ থেকে ৭৫৪ টাকা এবং এসি বার্থ ২৪৩০ থেকে ২৬৪৪ টাকা করা হয়েছে। ঢাকা–সিলেট রুটে শোভন চেয়ার ভাড়া ৩৭৫ থেকে ৪১০ টাকা, এসি বার্থ ১৩৩৮ থেকে ১৪৬৫ টাকায় বাড়ানো হয়েছে। মন্ত্রণালয় জানায়, পশ্চিমাঞ্চলের মতো পূর্বাঞ্চলেও পয়েন্ট চার্জ আরোপের ফলে এখন উভয় অঞ্চলের ভাড়ায় সামঞ্জস্য তৈরি হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top