১০ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

নীলফামারীতে বেগম রোকেয়া দিবস পালন: পাঁচ অদম্য নারীকে সম্মাননা

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’ প্রতিপাদ্যে নীলফামারীতে বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আলোচনা সভা এবং অদম্য নারী পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উপ-পরিচালক আনিসুর রহমান।

অনুষ্ঠানে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক শাহিনা বেগম, জেলা মৎস্য অফিসের ফিশারিজ কোয়ারেন্টাইন অফিসার আংগুরী বেগম, নীলফামারী ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার রহমান, ব্র্যাকের জেলা সমন্বয়কারী আকতারুল ইসলাম এবং জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতির সভাপতি আব্দুল মোমিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের হিসাব রক্ষক জোবায়দুল ইসলাম।

উপ-পরিচালক আনিসুর রহমান জানান, অদম্য নারী পুরস্কারের মাধ্যমে নীলফামারীর পাঁচ নারীকে সম্মাননা দেওয়া হয়েছে। তারা হলেন— সদর উপজেলার বৈশাখী, মারুফা খাতুন, মিনারা বেগম; সৈয়দপুর উপজেলার খন্দকার আবিদা সুলতানা রিয়া এবং ডিমলা উপজেলার বাতাসী বেগম। সম্মানপ্রাপ্ত নারীদের হাতে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন অতিথিরা।

বেগম রোকেয়া দিবসকে নারী জাগরণের প্রতীক হিসেবে উল্লেখ করে বক্তারা বলেন, নারীর অধিকার, সুরক্ষা ও ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে সামাজিক সচেতনতা বাড়াতে হবে এবং নারীর ক্ষমতায়নে প্রতিটি ক্ষেত্রেই সুযোগ সৃষ্টি করতে হবে। নীলফামারীতে এই সম্মাননা আদর্শ নারী হিসেবে অন্যদের অনুপ্রাণিত করবে বলে আশা প্রকাশ করেন অতিথিরা।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top