১০ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

মধ্যনগরে কর্মীসভায় উন্নয়ন প্রতিশ্রুতি বিএনপির প্রার্থী -আনিসুল হকের

জয়নাল আবেদীন জহিরুল, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী আনিসুল হককে বিজয়ী করার লক্ষ্য নিয়ে মধ্যনগর উপজেলা বিএনপির উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।

পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াত এবং সঞ্চালনা করেন প্রথম যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ূম মজনু।

সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আনিসুল হক। বক্তব্যের শুরুতে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানসহ মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

আনিসুল হক বলেন, একটি স্বাধীন দেশের সর্বোচ্চ গণতান্ত্রিক প্রক্রিয়া হলো নির্বাচন। নির্বাচনের মাধ্যমেই জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করে। তিনি ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন—দায়িত্ব দিলে চার উপজেলার শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অন্যান্য জনকল্যাণমূলক উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে। বিশেষ করে কারিগরি শিক্ষার উন্নয়নে গুরুত্ব দেওয়ার কথাও উল্লেখ করেন।

এ সময় তিনি খালেদা জিয়ার সুস্থতা কামনা করে সবার কাছে দোয়া প্রার্থনা করেন এবং দলের প্রতীক ধানের শীষের প্রতি সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানান।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল বাশার ও মোশাহিদ তালুকদার । বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সুইডেন প্রবাসী মোঃ মাহাবুব আলম, আহ্বায়ক কমিটির সদস্য কামাল হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম সাইফুল, যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান জিয়া, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রোকন উদ্দিন এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মুসাব্বির হোসেন সাগরসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সভা শেষে একটি মিছিল উপজেলা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্যে আনিসুল হক কর্মীদের ঐক্যবদ্ধ থেকে ঘরে ঘরে জনসমর্থন বাড়ানোর আহ্বান জানান।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top