নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশ বিমানবাহিনী তাদের আকাশ প্রতিরক্ষা আধুনিকীকরণের অংশ হিসেবে বহুমুখী যুদ্ধক্ষমতাসম্পন্ন অত্যাধুনিক ‘ইউরোফাইটার টাইফুন’ সংগ্রহে যাচ্ছে।
এ লক্ষ্যে ইতালির প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান লিওনার্দো এসপিএ–র সঙ্গে একটি লেটার অব ইনটেন্ট (LOI) বা প্রাথমিক সম্মতিপত্রে সই করেছে বাংলাদেশ।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) ঢাকার বিমানবাহিনী সদর দপ্তরে অনুষ্ঠিত এই স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো এবং দুই দেশের সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিমানবাহিনী জানায়, ইউরোফাইটার টাইফুন ভবিষ্যতে বাহিনীর ফ্রন্টলাইন ফ্লিটে যুক্ত হয়ে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।
মাল্টিরোল ক্ষমতাসম্পন্ন এ যুদ্ধবিমান আধুনিক যুদ্ধক্ষেত্রে আকাশ দখল, ভূমি আক্রমণসহ নানা ধরনের অভিযানে সক্ষম। দীর্ঘমেয়াদি আধুনিকীকরণ পরিকল্পনার অংশ হিসেবেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এর আগে চলতি বছরের এপ্রিলে যুদ্ধবিমান ক্রয়–সংক্রান্ত একটি ১১ সদস্যের কমিটি গঠন করা হয়, যেখানে জে-১০ কেনা নিয়ে আলোচনাও চলছিল। বর্তমানে বিমানবাহিনীর বহরে ২১২টি আকাশযান রয়েছে, যার মধ্যে যুদ্ধবিমান ৪৪টি। টাইফুন যুক্ত হলে দেশের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা নতুন উচ্চতায় পৌঁছবে বলে আশা করা হচ্ছে।