নিজস্ব প্রতিনিধি:
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ঘোষণা দিয়েছেন, দলটি ভবিষ্যতে ক্ষমতায় গেলে তিনটি নির্দিষ্ট শর্তে সব রাজনৈতিক শক্তিকে নিয়ে জাতীয় সরকার গঠন করবে।
মঙ্গলবার রাতে রাজধানীর কাফরুলে নির্বাচনি প্রচারণায় তিনি বলেন, জামায়াত ধর্মকে ব্যবসার হাতিয়ার হিসেবে ব্যবহার করে না এবং সকল নাগরিকের জন্য ভারসাম্যপূর্ণ জীবনব্যবস্থা প্রতিষ্ঠাই তাদের লক্ষ্য।
শফিকুর রহমান অভিযোগ করেন, দুর্নীতি, চাঁদাবাজি ও টেন্ডারবাজির কারণে সাধারণ মানুষের স্বস্তি নষ্ট হচ্ছে এবং নির্বাচনব্যবস্থার অসুস্থতাই দেশের অপরাধ বৃদ্ধির অন্যতম কারণ।
তাই আগামীর নির্বাচন শতভাগ সুষ্ঠু করে সত্যিকারের জনমানুষের প্রতিনিধিদের সুযোগ দিতে হবে বলে তিনি মন্তব্য করেন। একই সঙ্গে তিনি বলেন, কেউ ক্ষমতায় গেলে কুরআন ও সুন্নাহবিরোধী আইন করবে না বলে ঘোষণা দিতে পারলেও, তার দল ক্ষমতায় গেলে কুরআনের আইন প্রতিষ্ঠার অঙ্গীকারবদ্ধ।
নিরাপত্তা প্রসঙ্গে তিনি জানান, বুলেটপ্রুফ গাড়ির প্রয়োজন নেই, তিনি আল্লাহর কাছেই নিরাপত্তা প্রত্যাশা করেন।