১০ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

পাবনার ভাঙ্গুড়ায় ‘কমিউনিটি স্কোরকার্ড’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

রিফাজ বিশ্বাস লালন, ঈশ্বরদী প্রতিনিধি :

বাংলাদেশ রুরাল ইকোনমিক ডেভেলপমেন্ট (ব্রেড)-এর উদ্যোগে মঙ্গলবার (০৯ ডিসেম্বর) পাবনার ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের হলদার পাড়ায় সেবার মান উন্নয়ন, জনগণের অংশগ্রহণ, স্বচ্ছতা, জবাবদিহিতা ও উন্নত সেবা নিশ্চিতকরণ বিষয়ক ‘কমিউনিটি স্কোরকার্ড মতবিনিময় সভা’ অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বুলবুলী হালদার। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্রেডের প্রোগ্রাম সমন্বয়ক আশিকুর রহমান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অষ্টমনিষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোছা. সুলতানা জাহান বকুল, ভাঙ্গুয়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শামীম হাসান, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নাহিদ হাসান, ইউপি সদস্য মজির হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তমা কর্মকার। এসময় কমিউনিটির মধ্যে থেকে প্রশ্ন করেন পূজা বিশ্বাস, কৃঞ্চা কর্মকার, রিনা ঘোষ, রমা দাশ, শিখা রানী দাশ, তিথী দাশ।

মতবিনিময় সভায় ভাঙ্গুড়া উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সাথে অষ্টমনীষা ইউনিয়নের কমিউনিটির দ্বারা তাদের কাজের মূল্যায়ন ও আত্ম-মূল্যায়নের বিস্তারিত আলোচনা হয়। মূল্যায়নে পরে সেবা গ্রহীতা ও সেবা প্রদানকারীদের সর্বজন গ্রহণযোগ্য কর্ম পরিকল্পনা তৈরি করা হয়।

উক্ত অনুষ্ঠানটি আয়োজন করে বাংলাদেশ রুরাল ইকোনমিক ডেভেলপমেন্ট (ব্রেড), সহযোগিতায় ছিল উই ক্যান বাংলাদেশ এবং ক্রিশ্চিয়ান এইড।
সার্বিক সহযোগিতায় ছিলেন স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও কমিউনিটি সদস্যবৃন্দ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top