মোঃ রাকিব হোসেন, সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ-১ (তাহিরপুর-ধর্মপাশা) সংসদীয় আসনের দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে তাহিরপুর উপজেলা সদর বাজারে গণমিছিল করেছেন কামরুজ্জামান কামরুলের সমর্থকরা। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে এই গণমিছিল অনুষ্ঠিত হয়।
তাহিরপুর উপজেলা সদর বাজারের প্রধান সড়ক থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে মিছিলটি শেষ হয়। এতে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন। গণমিছিলে অংশগ্রহণকারীরা “যোগ্য প্রার্থীকে মনোনয়ন দিন”, “কামরুজ্জামান কামরুলের প্রতি আস্থা রাখুন”—এমন বিভিন্ন স্লোগান দেন।

সমর্থকরা বলেন, দীর্ঘদিন ধরে কামরুজ্জামান কামরুল এলাকায় সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছেন। মানুষের বিপদে-আপদে তিনি সব সময় পাশে থেকেছেন। তৃণমূল পর্যায়ে তাঁর রয়েছে ব্যাপক জনপ্রিয়তা। তাই দলীয় মনোনয়ন পুনর্বিবেচনা করে তাকেই প্রার্থী হিসেবে চূড়ান্ত করার দাবি জানান তারা।
গণমিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বলেন, তৃণমূলের মতামত উপেক্ষা করে মনোনয়ন চূড়ান্ত করা হলে তা দলের জন্য নেতিবাচক ফল বয়ে আনতে পারে। জনপ্রিয় ও পরীক্ষিত নেতৃত্ব হিসেবে কামরুজ্জামান কামরুলই এই আসনে দলের জন্য সবচেয়ে উপযুক্ত প্রার্থী বলে তারা দাবি করেন।
সমাবেশে আরও বলা হয়, এলাকার উন্নয়ন, জনসেবামূলক কাজ ও রাজনৈতিক সংগ্রামে কামরুজ্জামান কামরুলের ভূমিকা প্রশংসনীয়। তাই তাঁকে মনোনয়ন দেওয়া হলে নির্বাচনে নিশ্চিত বিজয় অর্জন সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।
গণমিছিলটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। এসময় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে ছিল।