১০ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বগুড়ায় ২৬ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ: তিনজনকে জেল-জরিমানা

সজীব হাসান (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ায় ২৬ হাজার কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত তিনজনকে বিভিন্ন মেয়াদে জেলসহ দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার সকালে সাড়ে ১০টার দিকে শহরের কালিতলা এলাকায় অভিযান চালায় জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর ও র‍্যাব-১২ বগুড়া। অভিযুক্তরা হলেন- বগুড়া শহরের আটপাড়া এলাকার হেলালুজ্জামান(৪৫), নাটাই পূর্ব পাড়া এলাকার রফিকুল ইসলাম(৪০) এবং সদর উপজেলার গোকুল এলাকার জাকারিয়া(২২)৷ এদের মধ্যে হেলালুজ্জামান ও রফিকুল ইসলামকে ৩০ দিনের এবং জাকারিয়াকে ১৫দিনের কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া হেলালুজ্জামানকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন বগুড়া জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রশিদুল ইসলাম এবং র‍্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার ফিরোজ আহমেদ। ফিরোজ আহমেদ বলেন, শহরের কালিতলা এলাকায় একটি নিষিদ্ধ ঘোষিত পলিথিন বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত-২০১০) এর ৬(ক) এবং ১৫(১) ধারা ভঙ্গের অপরাধে দুই লাখ টাকা জরিমানা এবং তিন ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে জেল দেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযানের সময় ২৬ হাজার কেজি পলিথিন জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ৫২ লাখ টাকা।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top