১০ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

নলছিটিতে থেকে আলোচিত ডাবল মার্ডার আসামী আয়েশা গ্রেপ্তার

মোঃ নাঈম মল্লিক, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঢাকার মোহাম্মদ থানার আলোচিত ডাবল মার্ডার মামলার এজাহার ভুক্ত আসামী আয়েশা আক্তার(২০) কে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানার একটি টীম।

বুধবার(১০ ডিসেম্বর) উপজেলার দপদপিয়া ইউনিয়নের কয়ারচর থেকে গ্রেপ্তার করা হয়। এসময় তার স্বামী জামাল সিকদার রাব্বিকে ও আটক করা হয়েছে। জামাল সিকদার রাব্বি ওই এলাকার জাকির সিকদারের ছেলে। মোহাম্মদ থানার এসি জোন আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই মো. সহিদুল ইসলাম মাসুম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় করে খবর পেয়ে তাকে গ্রপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে, গৃহকর্তার বাসা থেকে কিছু মালামাল সে চুরি করেছিল পরে এ নিয়ে ধস্তাধস্তি হলে সে দুজনকে ছুড়ি দিয়ে কুপিয়ে হত্যা করে।

গ্রেপ্তারকৃত আয়েশা আক্তার নরসিংদী জেলার সলিমগঞ্জ এলাকার রবিউল ইসলামের মেয়ে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top