মোঃ রাকিব হোসেন, সুনামগঞ্জ প্রতিনিধি:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন এবং আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার সাচনাবাজার ইউনিয়নের ১ ও ২ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর, ২০২৫) বিকেলে শুকদেবপুর মিলন বাজারে এ পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের মনোনয়ন প্রত্যাশী, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও তাহিরপুর উপজেলার সাবেক চেয়ারম্যান জনাব কামরুজ্জামান কামরুল।
সভায় সভাপতিত্ব করেন সাচনাবাজার ইউনিয়ন বিএনপির আহ্বায়ক উসমানগনী, সঞ্চালনায় ছিলেন সাচনাবাজার ইউনিয়ন যুবদলের সিনিয়র সহসভাপতি রুবেল হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে কামরুজ্জামান কামরুল বলেন, “তারেক রহমান ঘোষিত ৩১ দফাই হচ্ছে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও রাষ্ট্র সংস্কারের বাস্তব রূপরেখা। এই ৩১ দফা বাস্তবায়নের জন্য বিএনপির নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে জনগণের কাছে বিএনপির বার্তা পৌঁছে দেওয়ার বিকল্প নেই।
পথসভায় জামালগঞ্জ উপজেলা বিএনপি, স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁরা সবাই তারেক রহমানের ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।