১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

মনোহরদীতে জাহাঙ্গীর আলমের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প — শতাধিক মানুষের চিকিৎসা সেবা

আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ, মনোহরদী, নরসিংদী প্রতিনিধি:

আজ ১১ই ডিসেম্বর (বৃহস্পতিবার) মনোহরদী উপজেলার চালাকচর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনের এমপি পদপ্রার্থী মাওলানা মোঃ জাহাঙ্গীর আলমের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। সকাল থেকেই সাধারণ মানুষ, প্রবীণ ও নারী-শিশুরা চিকিৎসা নিতে ক্যাম্পে ভিড় করেন।

মেডিকেল টিম এলাকাবাসীর স্বাস্থ্যপরীক্ষা, ওষুধ প্রদান ও প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করেন। রক্তচাপ, ডায়াবেটিস, চক্ষু সমস্যা, গ্যাস্ট্রিক, ব্যথাসহ বিভিন্ন শারীরিক সমস্যার রোগীরা ক্যাম্প থেকে বিনামূল্যে সেবা নেন।

ডাক্তার দেখাতে এসে স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলাম (৫০) বলেন: আমার দীর্ঘদিনের গ্যাসের সমস্যা ছিল, কিন্তু ডাক্তার দেখানোর সামর্থ্য ছিল না। আজ বিনামূল্যে চিকিৎসা পেয়ে আমি খুব উপকৃত হলাম। এমন উদ্যোগ গ্রামের মানুষের জন্য আশীর্বাদ। আরেক রোগী রহিমা বেগম (৩৮) বলেন: আমার চোখের সমস্যা ছিল। এখানে এসে ডাক্তার পরীক্ষা করেছে, ওষুধও দিয়েছে। এটা আমাদের মতো মানুষের জন্য বড় সহায়তা।

ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শন করে মাওলানা মোঃ জাহাঙ্গীর আলম বলেন, মানুষের সেবা করা আমাদের নৈতিক দায়িত্ব। অসহায় ও নিম্নআয়ের মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে এ ধরনের ক্যাম্প নিয়মিত করা হবে। ভোট, রাজনীতি বা প্রচারণা নয়—মানুষের কল্যাণই আমার প্রথম অঙ্গীকার।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও আরও কয়েকটি ইউনিয়নে একই ধরনের চিকিৎসা কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top